উচ্চ মাধ্যমিক ICT চতুর্থ অধ্যায়ের প্রথম ছবক বা পাঠ: HTML এর মৌলিক কাঠামো
Learn HTML Basic Structure in Bangla
🧾 HTML কোড কোথায় লিখতে হয়
HTML কোড লেখার জন্য কোনো বিশেষ সফটওয়্যার দরকার হয় না। আমাদের কম্পিউটারে থাকা সাধারণ Notepad (নোটপ্যাড) দিয়েই সহজে ওয়েবপেজ বানানো যায়।
💡 ধাপে ধাপে পদ্ধতি
-
Notepad খুলুন
👉 Start মেনু থেকে Notepad লিখে খুলুন। -
HTML কোড লিখুন
উদাহরণস্বরূপ নিচের মতো কোড লিখুন –
<! doctype html>
<html
<head>
<title>ওয়েবপেজের শিরোনাম ইংরেজীতে লিখতে হবে</title>
</head>
<body>
<h1>This is heading 1</h1>
<p>This is a paragraph</p>
</body>
</html>
HTML এর মৌলিক কাঠামো শেখা ওয়েব ডিজাইনের প্রথম ধাপ।
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment.